রাজনীতির মঞ্চে কিভাবে পদার্পন ঘটলো বাইরনের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের আগে সাগরদিঘি কেন্দ্রে উপ-নির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের জয় অক্সিজেন জুগিয়েছিল বাম কং জোট শিবিরকে।

তবে সোমবারই ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন কংগ্রেসের বাইরন। বায়রন বিশ্বাসের বাবা বাবর আলি মুর্শিদাবাদের বিখ্যাত বিড়ি শিল্পপতি, এক সময় সিপিআইএম করতেন বাবর আলি। এরপর তিনি খোলেন ইংরেজি মাধ্যম স্কুল ও বেসরকারি হাসপাতাল।

প্রসিদ্ধ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর তার যোগাযোগ হয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সাথে। বাবার ব্যবসা দেখাশোনা করতেন বায়রন। রাজনৈতিক মহলের মত ওই ব্যবসার ভরসাতে তিনি নির্বাচনের আগে কর্মসংস্থানের আশ্বাস দেন। এরফলে রাজনৈতিকভাবে সক্রিয় না হলেও কংগ্রেস সাগরদিঘি উপনির্বাচনের জন্য বেছে নেন বায়রনকে। তাকে সমর্থন জানায় বামেরাও।