রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাতিল হলেও অবশেষে বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ১৬ এপ্রিল, যেদিন রাজ্যে ভোটের ফলাফল ছিল সেদিনই বাংলায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বাংলার দলীয় নেতৃত্ব এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি এমন সম্ভাবনাও ছিল। কিন্তু তাঁর সেই বঙ্গ সফর বাতিল হয়েছিল। কবে তিনি আবার বাংলায় আসবেন তা ঠিক জানান হয়নি। তবে এবার তা স্পষ্ট হল। সব ঠিক থাকলে আগামী মাসের শুরুতেই ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। একেবারে বাংলা বিধানসভা নির্বাচনের এক বছর পার করে বাংলায় আসছেন তিনি।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ মে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও সেদিন তাঁর কোনও কর্মসূচি নেই। ৫ মে সকালে কলকাতায় বিএসএফের কর্মসূচিতে যোগ দেবেন তিনি এবং পরে করবেন দলীয় বৈঠক। এরপর রাতে উত্তরবঙ্গ চলে গিয়ে ৬ মে সকালে তিনি উত্তরবঙ্গ বিএসএফের একটি কর্মসূচিতে যোগ দেবেন। তারপর শিলিগুড়িতে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। মে মাসে যে তিনি বাংলা সফরে আসবেন সেটাই হবে প্রথম বঙ্গ সফর ২০২১ বিধানসভা নির্বাচনের পর। এর আগে দু’বার তাঁর বাংলায় আসার কথা থাকলেও সেই সফর বাতিল হয়। আগে জানা গিয়েছিল, বাগডোগরা বিমানবন্দরের সংস্কারের কাজ চলার জন্য তাঁর এই সফর বাতিল করা হয়েছে। কারণ সেখানেই তাঁর বিমান অবতরণ করার কথা।

ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে হালের রামপুরহাট, ঝালদা কাণ্ড, হাঁসখালি, সব নিয়ে বেশ চাপে রয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি বারংবার কেন্দ্রীয় সরকারের কাছে এইসব ইস্যু তুলে ধরে সরব হয়েছে। সিবিআই চাওয়া থেকে রাষ্ট্রপতি শাসন জারি হোক, এমন দাবিও তোলা হয়েছে। অন্যদিকে, রাজ্যপালের অপসারণ ইস্যু নিয়ে সম্প্রতি অমিত শাহের সঙ্গে দেখা করেছিল তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়। রামপুরহাট কাণ্ড নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছিল। এখন এই আবহে অমিত শাহের বঙ্গ সফর কোন মোড় নেয় তাই দেখার আগ্রহ অনেকের।