দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই এই উৎসবের আবহেই এবার বড় খুশির খবর! আসন্ন দুর্গা পুজোর আগেই ফের একবার ছুটি ঘোষণা রাজ্যে।
সম্প্রতি ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় প্রয়াত হয়েছেন। তাই সেখানে পনেরো তম বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই উপলক্ষ্যে আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৩ ধূপগুড়ি তে স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও সমস্ত সরকারী অফিস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
তবে কেবল স্কুল, কলেজ ও অফিসই নয়। ভোটগ্রহণ পর্ব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য ধূপগুড়ি সংলগ্ন দোকানপাট, বাজার, মার্কেট সমস্ত কিছুই বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ ধূপগুড়ি ব্যতিত অন্যত্র সবকিছু স্বাভাবিকই চলবে।