লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে সামনে এল বড় খবর। ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘দিল্লি দখলের লড়াই’। এবার নির্বাচনের দিনগুলোয় সরকারি ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার।
নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, যে কেন্দ্রে যেদিন ভোট থাকবে, সেই কেন্দ্রের কর্মীরা সেদিন ছুটি পাবে। উল্লেখ্য, এই ছুটির জন্য কর্মীদের বেতন কাটা হবে না। সরকারি কর্মীদের পাশাপাশি বেসরকারি কর্মচারীদেরও ভোটের দিনগুলোয় ছুটি দেওয়ার কথা বলা হয়েছে।
এবার পশ্চিমবঙ্গে সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন । যে এলাকায় যেদিন ভোট হবে, সেই এলাকার সকল অফিস-কাছারি সেদিন বন্ধ থাকবে। জানানো হয়েছে, যে সকল বিদ্যালয়গুলিকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, সেই কেন্দ্রগুলিতে নির্বাচনের আগের দিন স্থানীয় ছুটি দিতে হবে।