নিজের পরীক্ষার ফল শূন্য, কিন্তু তাও তিনি প্রাথমিক শিক্ষক

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার আরেক চমকে দেওয়ার মতো ঘটনা সামনে এল। মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক, কোনও পরীক্ষাতেই পাশ করতে পারেননি। তবুও দিনের পর দিন প্রাথমিকে শিক্ষক হিসেবে চাকরি করছেন, পড়াচ্ছেন বাচ্চাদেরও।

উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলায় এমন ‘অযোগ্য’ প্রার্থীর সংখ্যাটা সবথেকে বেশি। আদালতের নির্দেশে সম্প্রতি শিক্ষক নিয়োগে জেলা ভিত্তিক কাট অফ মার্কস প্রকাশ্যে এসেছে। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতো ২০১৬ সালের প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে জেলা ভিত্তিক কাট অফ মার্কস প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

দেখা যাচ্ছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পাশ না করেই অনেকে হয়েছেন শিক্ষক। দিনের পর দিন শিক্ষা দান করে যাচ্ছে। প্রাথমিকে চাকরি করছে, এমন বহু প্রার্থী রয়েছেন। ইতিমধ্যেই সেই তালিকা ঘিরে শুরু তরজা, বঞ্চিত চাকরিপ্রার্থীদের হাজারো প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ।