চলতি বছর শুরু হয় হিজাব বিতর্ক। যার জের গড়িয়েছে অনেক দূর অবধি। সম্প্রতি এই বিতর্ককে কেন্দ্র করে দেশের বিক্ষিপ্ত রাজ্যে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতিতে হিজাব পরেননি কেন? ‘শাস্তি’ দিতে তরুণীকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ওই তরুণীর রহস্যমৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই এখন ইরান হিজাব-বিরোধী প্রতিবাদে উত্তাল।
অভিযোগ, নীতি পুলিশির কারণে ওই তরুণীকে খুন করা হয়েছে। তার পর থেকেই গোটা ইরান জুড়ে মৌলিক অধিকারের দাবিতে পথে নেমেছে সহস্র মানুষ। অন্ততপক্ষে ইরানের ৮০টি শহরে রাস্তায় নেমে প্রতিবাদে সরব হয়েছে সকলে। মহিলার চুল কেটে, হিজাব ছুড়ে ফেলে দিয়ে তা আগুনে পুড়িয়ে দিচ্ছেন। ছেলেরাও চুল কেটে প্রতিবাদ জানাচ্ছে।
মাহশা আমিনি নামের ওই তরুণীর মৃত্যুর পরেই এই গণআন্দোলন শুরু হয়েছে। কিন্তু পুলিশের গুলিতে অনেকের মৃত্যু হয়েছে বলেও খবর। স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস্’ দাবি করেছে যে, এখনও পর্যন্ত পুলিশি গুলিতে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ১৭ জনের মৃত্যু হয়েছে।
যদিও সরকার চুপ করে বসে নেই। শুক্রবার পর্যন্ত পর পর তিন দিন ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ। বিক্ষোভকারীদের সমাবেশ ছত্রভঙ্গ করতে তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং গুলিও চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে একাধিক ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে পরিস্থিতি সামাল দিতে বদ্ধপরিকর ইরানের সরকার।