দুর্গাপুজোর বাকি আর মাত্র কদিন, তারপরেই উপস্থিত প্রতীক্ষিত সময়। ঢাকে কাঠি পড়ে গিয়েছে পুজোর। বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতিদান উপলক্ষে ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পদযাত্রা হয়েছে কলকাতায়। এই পরিস্থিতিতে শহর তথা জেলার স্কুলগুলি বিশেষ গুরুত্ব দিচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রি-টেস্ট পরীক্ষাকে।
বহু স্কুলে ইতিমধ্যেই প্রি-টেস্ট হয়ে গিয়েছে। আবার অনেক স্কুল দুর্গাপুজোর আগেই প্রি-টেস্ট শেষ করে ফেলতে চায়। আর প্রত্যেকটি স্কুলের মোদ্দা কথা এটাই যে, প্রি-টেস্ট পরীক্ষাকে অন্যবারের চেয়ে এবার অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু কি কারণ রয়েছে সেখানে?
আগামী বছর যাঁরা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাঁদের মাধ্যমিক দিতে হয়নি। কারণ অতিমারি করোনার জন্য ২০২১ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষাই বাতিল হয়ে গিয়েছিল। অর্থাৎ আগামী বছর যাঁরা উচ্চ মাধ্যমিক দিতে চলেছেন সেটাই তাঁদের কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা হতে চলেছে।
তাই উচ্চমাধ্যমিকের আগে প্রি-টেস্টকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে শহর তথা জেলার স্কুলগুলি। উচ্চমাধ্যমিকে বসতে গিয়ে পরীক্ষার্থীরা যাতে আতঙ্কিত বা অপ্রস্তুত অবস্থায় না পড়েন সেই লক্ষ্যেই টেস্ট পরীক্ষার পাশাপাশি প্রি-টেস্টকেও সমান গুরুত্ব দিচ্ছে স্কুলগুলি।