মামলা চলছিল বেশ কিচুদিন ধরেই, অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্দেশ দিলো কলকাতা হাই কোর্ট। ভিন্ন রুটে বাস চলা নিয়ে এবার কঠোর অবস্থানে কলকাতা হাই কোর্ট। হাইকোর্টের নির্দেশ থাকার পরও নিয়ম মেনে নির্দিষ্ট রুটে বাস চলছে না। তাই এবার কড়াকড়ি।
নির্দিষ্ট করে দেওয়া রুট ভেঙে অন্য রুট দিয়ে বাস চললে প্রয়োজনে লাইসেন্স বাতিল করতে হবে। এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এক জনস্বার্থ মামলার শুনানিতে বেআইনি ভাবে বাস চলা বন্ধ করতে কড়া নির্দেশ।
দুই বিচারপতির পর্যবেক্ষণ, আদালতের নির্দেশের পরও নিয়ম ভঙ্গ করে অনুমোদিত রুট ভেঙে বাস চালানো হচ্ছে। তাই এক্ষেত্রে শুধু শো-কজ় বা জরিমানা নয়, প্রয়োজনে লাইসেন্সও বাতিল করে দিতে হবে। প্রসঙ্গত এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশেই এই কমিটি গঠন করা হয়।