বাংলায় আগামী কদিন ভারী বৃষ্টির সম্ভনা

শীতকাল উধাও হতেই চড়েছে তাপমাত্রার পারদ। মার্চ মাস থেকে গরমে হাঁসফাঁস হতে শুরু করেছে বাঙালি। মাঝে নিম্নচাপের কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হলেও তা হয়নি, এদিকে গরম বেড়েছে। সকাল থেকে ঘাম ঝরছে সকলের। যদিও বিকেলের পর থেকে হালকা হাওয়া দেওয়ায় কিছুটা আরাম পাচ্ছে রাজ্যবাসী। কিন্তু চলতি সপ্তাহে কি বৃষ্টি হতে পারে? এই প্রশ্নের প্রেক্ষিতে বড় আভাস মিলল হাওয়া অফিসের তরফ থেকে। আগামী চারদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাংলায়।

আবহাওয়া দফতর জানাচ্ছে, মেঘলা আকাশ বজায় থাকবে কলকাতায় তবে রাজ্যের একাধিক জেলায় আগামী চারদিন বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ভিজছে বৃষ্টি জলে। আগামী কয়েকদিন সেখানে একই রকম আবহাওয়া বজায় থাকবে বলে জানান হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে সেইভাবে আবহাওয়ার পরিবর্তন না হলেও মেঘলা আকাশ থাকায় গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে বলে অনুমান। তবে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই।

অন্যদিকে এও জানান হচ্ছে, আন্দামান সাগরের কাছে ঘনীভূত নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা গুমোট থাকতে পারে৷ এই নিম্নচাপের গতিবিধির উপরেই দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনের আবহাওয়া নির্ভর করবে। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে।