বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে শেষপর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলায় বর্ষা প্রবেশ করে গিয়েছে। আগামী পাঁচদিনে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, তা জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে বৃষ্টি যে সময় থাকছে না, সেই সময় অস্বস্তির আবহাওয়া বজায় থাকছে।
আগামী তিন দিনে দিনের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। তবে তারপরের দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। শুধু আগামী ২৫ জুন এবং ২৬ জুন বৃষ্টি কিছুটা বেশি বৃষ্টি হবে।