বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি থাকবে বৃষ্টির আবহাওয়া। বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
আজ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে অধিক বর্ষণের সম্ভাবনা। বুধবার থেকে ফের কমবে বৃষ্টি। তবে সপ্তাহভর বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।
বর্তমানে উত্তাল রয়েছে সমুদ্র। পশ্চিমবঙ্গের উপকূলীয় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত বর্তমানে পূর্ব বিহার এবং সংলগ্ন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে।