বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে দু-তিন দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলেছে। তবে গত একমাস টানা বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জেলা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে। পাশাপাশি ২১ জুলাইও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চার- পাঁচ দিন গোটা বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টা উত্তরবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি পাঁচ জেলায় মাঝারি থেকে বৃষ্টিপাত হতে পারে। ভারী বর্ষণের কারণে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে উত্তরে পৌঁছেছে নবান্নের টিম।
You must be logged in to post a comment.