গত মাস থেকেই একের পর এক নিম্নচাপের প্রকোপ রাজ্যের ওপরে। গত সপ্তাহ শেষের নিম্নচাপ কাটার পর সোমবার সবে রোদের মুখ দেখেছিল কলকাতা। এদিকে বৃষ্টি বন্ধ হতেই ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত কলকাতাবাসীর।
এই গুমোট গরমের মধ্যেই স্বস্তির বার্তা হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২ ঘণ্টার মধ্যেই শহরের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে চলেছে। কলকাতার পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনার কথাও শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে খবর। ফলে শহরবাসীকে ঝড় বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ হাওয়া অফিসের।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বিকেল থেকেই কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড় বৃষ্টি শুরু হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি কিছু জেলা যেমন নদীয়া, মুর্শিদাবাদেও আগামী কয়েক ঘণ্টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।
প্রসঙ্গত, আজ সকাল থেকেই কলকাতার আকাশ জুড়ে চলেছে মেঘ-রোদের খেলা। অধিকাংশ সময় আকাশ মেঘলা থাকলেও সোমবার একদম সকালের দিকে বেশ কিছুক্ষণ রোদের দেখাও মিলেছিল তিলোত্তমায়। কিন্তু বেলা বাড়তেই আকাশের মুখ হয়েছে ভার।
অন্যদিকে এদিন কলকাতার বাতাসে আদ্রতার পরিমাণ বেড়ে ৯৪ শতাংশে পৌঁছেছে। ফলে ভ্যাপসা গরমে বেড়েছে অস্বস্তি। কিন্তু সোমবার দুপুর থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে ঠান্ডা ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। তাতে ভ্যাপসা গরম বেশ কিছুটা কমেছে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হওয়ার কথা।