বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ ভারী বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের ধারা বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। বর্ষা, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা মিলিয়ে উত্তরবঙ্গে ভয়ানক অবস্থার সৃষ্টি হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ থেকে অত্যধিক ভারী বৃষ্টি হতে পারে। যার জেরে ইতিমধ্যেই এই তিন জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। এই তিন জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা।
দার্জিলিং, কালিম্পঙে অতিভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। সামগ্রিকভাবে উত্তরবঙ্গে পাঁচ দিনে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস। প্রবল বৃষ্টির জন্য উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এর বেশ কিছু এলাকায় ল্যান্ড স্লাইড বা ভূমিধসের আশঙ্কা রয়েছে। এই নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।