বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিংপং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৯ থেকে ১৫তারিখ পর্যন্ত টানা বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
পাশাপাশি শনিবার বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রিয়েছে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। এর ফলে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। ফলে কিছুটা হলেও হাঁফ ছেড়ে বাঁচবেন উত্তরের আম-জনতা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বেশ কিছু জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা থাকছে।