পুজো জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বস্তি পেলো কলকাতাবাসী৷ পূর্বাভাস ছিলই, ব্যাপক বৃষ্টির পাশাপাশি বঙ্গ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে৷ নিম্নচাপের জেরে রাতভর ভিজল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷ তবে এরই মাঝে প্রশ্ন জাগছে পুজো নিয়ে৷ পুজোর সময় বৃষ্টি হবে কী হবে না, তা নিয়ে জোর চর্চা চলছে।

নিম্নচাপের দাপটে সপ্তাহভর মুখ গোমরা আকাশের৷ চলতি বছর মুরশুম ছিল কার্যত শুখা৷ সে ভাবে বৃষ্টির দাক্ষিণ্য পায়নি বাংলা৷ উল্টে তীব্র দাবদাহে পুড়েছে দক্ষিণবঙ্গের মানুষ৷ এদিকে পুজো যতই এগিয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে আবহাওয়ার গতিপ্রকৃতি৷ এমতাবস্থায় আশঙ্কার কথা শোনালেন Geomorphologist ড. সুজীব কর৷

তাঁর কথায়, “প্রকৃতির গতিপ্রকৃতি যা তাতে পুজোটা বৃষ্টির মধ্যেই কাটবে। ষষ্ঠীতে হয়তো হালকা বৃষ্টি হবে৷ কিন্তু, বাকি দিনগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ, হঠাৎ করেই বঙ্গোপসাগরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাগরে একাধিক ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে৷ যার জেরে বৃষ্টি অনিবার্য।”

আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশের উপর দিয়ে পুরুলিয়া ও দিঘার হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে সোমবার থেকে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয়েছে।

দক্ষিণের পাশাপাশি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হবে।