বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে দোলের আগে রীতিমত নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। আগামী শনিবার পর্যন্ত আকাশ পরিস্কার হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
ইতিমধ্যেই হলুদ ও কমলা সতর্কতা জারি হয়েছে রাজ্যে। ভারতীয় মৌসম ভবন জানাচ্ছে, আগামী ৩ দিনই বাংলার উপর বজায় থাকবে ঝড়বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গ তো বৃষ্টিতে ভাসবেই, রেহাই পাবেনা উত্তরবঙ্গও। বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া।
ইতিমধ্যেই সতর্ক হতে বলা হয়েছে মৎস্যজীবীদের। ক্ষতিগ্রস্থ হতে পারে কাঁচাবাড়ি। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানের মত জেলাগুলিতে কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে। কিছু জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস।