ট্রলি ব্যাগে করে গাজা নিয়ে কলকাতা উদ্দেশ্য পাচার করার সময় আটক পুলিশের কাছে

কুচবিহার থেকে ট্রলি ব্যাগে করে গাজা নিয়ে কলকাতা উদ্দেশ্য পাচার করার পরিকল্পনা ছিলো।শিলিগুড়ির জংশনে গাড়ি ধরার জন্য দীর্ঘসময় অপেক্ষা করছিলো।প্রধান নগর থানার সাদাপোষাকের পুলিশের কাছে খবর আসে ।দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে সত্য ঘঠনা ।ট্রলিবাগ খলতে বেরিয়ে আসে গাজা যার আনুমানিক ওজন ১৫ থেকে ১৬ কেজি ।ধৃতদের নাম সোমনাথ সদ্দার ও শুভজিৎ হালদার.২ জনের বাড়ি মধ্যমগ্রাম নিউ বারাকপুর থানা অন্তর্গত ।আজ তাদেরকে শিলিগুড়ির আদালতে পাঠানো হবে।