আর্শিয়ার কি মেমরি লস হয়েছে? এবার খোলসা করলেন ভুতুর মা

শিশুশিল্পী আর্শিয়া মুখোপাধ্যায়, ওরফে ভুতু সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছে ছোটবেলার কথা তাঁর কিছুই মনে নেই। সিরিয়ালে অভিনয়, ভুতু হিসেবে তাঁর সেট মাতানো, দেবের সঙ্গে কাজ–সবটাই স্মৃতি থেকে মুছে গিয়েছে আর্শিয়ার। তার এই কথা শুনে অনেকেরই ধারণা হয়েছে আর্শিয়ার মেমরি লস হয়েছে। কিন্তু এই বিষয়টি যে সত্যি নয়, তা ভুতুর মা ভাস্বতী মুখোপাধ্যায় খোলসা করলেন।

শিশু শিল্পীর মা বলেছেন  “আমার মেয়ে একটা সাক্ষাৎকার দিয়ে বলেছিল, ওর ছোটবেলার কথা কিছু মনে নেই। সেটা শুনেই সকলের মনে হতে শুরু করেছে ওর মেমরি লস হয়েছে। আসলে ওর কিন্তু মেমরি লস হয়নি। ছোটবেলার কথা কি কারও মনে থাকে? থাকে না তো? একইভাবে আমার মেয়ে আর্শিয়ারও কিছু মনে পড়ে না। আমার মুখেই সব কিছু শোনে এবং অবাক হতে থাকে।”

শেষ হল ‘ভুতু’ সিরিয়াল। হিন্দি ভাষাতেও তৈরি হল ‘ভুতু’। সেখানেও নির্মাতারা আর্শিয়াকেই চাইলেন। কারণ ভুতু কেউ করতেই পারবে না। হিন্দি ‘ভুতু’ যতদিন চলল, আর্শিয়াকে থাকতে হল মুম্বইতেই। তারপর ফিরে এসে ‘রানু পেল লটারি’, ‘মীরা’ ধারাবাহিকে অভিনয় করল আর্শিয়া। দেবের সঙ্গে ‘ককপিট’ ছবিতেও দেখা গেল তাকে। কিন্তু আর্শিয়ার শৈশবের কিছু মনে পড়ে না। ভুতুর মা বলেছেন, “সহ-অভিনেতা-অভিনেত্রীদের মনে আছে আমার মেয়ের। মস্তিষ্ক থেকে স্মৃতি মুছে গিয়েছে ঘটনার। বলা ভাল ফেড (আবছা) হয়ে গিয়েছে। কিন্তু ওর মেমরি লস হয়নি।” আর্শিয়া কিন্তু বলেছে, টাইমমেশিনে চেপে সে চলে যেতে চায় ২০১৫ সালে। তার জীবনের সেই স্বর্ণালী সময়টায়। যখন ইংরেজি ভুত ক্যাসপারের মতো মন ভরাত সক্কলের আর বলত, ‘টানা না না না না না…’