শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর একের পর এক বড় ঘোষণা করছেন তিনি। এবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ছাত্রছাত্রীদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানান, এবার থেকে ফি বছর মুখ্যমন্ত্রীর দফতরে ৫০০ ছাত্রছাত্রীকে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করবে রাজ্য সরকার। যাঁরা উন্নয়নের কাজ দেখবে। এরপর ওই পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। যা পরবর্তী সময়ে তাঁদের চাকরিজীবনে সাহায্য করবে। প্রতিবছর ৫০০ পড়ুয়াকে সিএমও-র ডেভলপমেন্ট ওয়ার্ক দেখবার জন্য ফিল্ডে ফিল্ডে পাঠানো হবে।  

সেই সঙ্গে ছাত্র সমাজের প্রতি তাঁর বার্তা, প্রকৃত মানুষ হতে হবে৷ নিজের অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন তিনি৷ তিনি বলেন, ‘আমি যখন কলেজে পড়তাম, তখন প্রথম বর্ষে জামা পরে যেতাম। দ্বিতীয় ও তৃতীয় বর্ষের জন্য মাত্র তিনটে শাড়ি ছিল। কিন্তু কোনওদিন মনে হয়নি একই শাড়ি পরে স্কুল পড়ুয়াদের মতো কলেজে যাচ্ছি। জামাকাপড় নো ম্যাটার, অলঙ্কার নো ম্যাটার। মানি ইজ নো ম্যাটার। মনে রাখবেন মানুষই ম্যাটার।’

রাজ্য সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা মুখ্যমন্ত্রীর দপ্তর। আর সেই গুরুত্বপূর্ণ দপ্তরেই পড়ুয়াদের কাজের সুযোগ করে দিতে চান মু্খ্যমন্ত্রী নিজে। এর ফলে এক বড়ো সুযোগের সম্মুখীন হতে চলছে শিক্ষার্থীরা।

Leave a Reply