দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। বিপুল জনজোয়ারের কথা মাথায় রেখে পুজোর আগে থেকেই দিঘার রাস্তায় ব্যাটারি চালিত এসি মিনিবাস পরিষেবা শুরু করতে চলছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এসবিএসটিসি।
জানা গিয়েছে, মিনি বাসে করে যারা সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী এলাকায় ঘুরে দেখতে চান তাদের জন্য সংস্থার কাছে বন্ধ হয়ে যাওয়া যে পাঁচটি ব্যাটারি চালিত মিনি আছে, সেগুলোকেই কাজে লাগানো হচ্ছে। ভাড়াও থাকছে আগের মতোই ১০০টাকা।
অক্টোবর মাসের ৮-৯ তারিখে দিঘায় দেখা যাবে মিনি বাসগুলি। মাত্র ১০০ টাকা খরচ করলেই ৫ টি মিনিতে চড়ে দিঘা, মন্দারমণি, উদয়পুর-সহ বিভিন্ন এলাকা ঘুরে বেড়াতে পারবেন পর্যটকরা। পরিবহণ দফতর থেকে চূড়ান্ত ছাড়পত্র এলেই পরিষেবা চালু হবে।