বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবারের বাজেটে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে সরকার। উল্লেখ্য, গত বাজেটে অতিরিক্ত ৩% ডিএ এর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী।
২০২৪ এর বাজেটে ফের বাড়ানো হয়েছে ডিএ। মে মাস থেকে বাংলায় কার্যকর হবে ১৪ শতাংশ হারে ডিএ। কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের পরিমাণ বর্তমানে ৪৬ শতাংশ। যা শীঘ্রই বেড়ে ৫০ শতাংশ হতে পারে।
কোনও গ্রুপ ডি কর্মী বেসিক বেতন ১৭০০০-৩০০০০ টাকা হয় ডিএ বৃদ্ধির ফলে তাদের মোট বেতন বাড়তে পারে ৭০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত। ওদিকে লোয়ার ডিভিশন ক্লার্কদের ক্ষেত্রে বেসিক পে ২৩ হাজার টাকা হলে মাস শেষে ৯২০ টাকা বাড়তি আসতে চলেছে তাদের পকেটে।