লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে চব্বিশের লোকসভা নির্বাচনে টিকিট না পেতেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অর্জুন সিং, ঘোষণা করেন বিজেপিতে যোগদানের কথা।
এরপরেই ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে নিশানা করেন তিনি। অর্জুনের দাবি, নৈহাটি এলাকায় শেখ শাহজাহান এবং তাঁর অনুগামীদের বিঘার পর বিঘা জমি আছে। সেই জমি কিনতে তাঁদের সাহায্য করেছিলেন পার্থ।
সাংসদের দাবি, শাহজাহানকে বাঁচানোর জন্য পার্থকে সন্দেশখালি পাঠিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিংয়ের সকল দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন পার্থ। প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচনে অর্জুন সিংকে ব্যারাকপুর কেন্দ্র থেকে দাঁড় করায়নি তৃণমূল।