আরও একবার কড়া প্রতিক্রিয়া রাজ্যপালের তরফে। সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পোস্ট গ্রাজুয়েশনের ডাক্তারি পরীক্ষা চলাকালীন হল রুমের এক ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় হলের মধ্যে মোবাইল হাতে ঘুরঘুর করছেন তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা ও তৃণমূল ছাত্র পরিষদের মেডিক্য়াল সেলের আহ্বায়ক অভীক দে।
চলছে পরীক্ষা, ওদিকে হলের মধ্যে মোবাইল হাতে নিয়ে দেদারে ঘুরে বেড়াচ্ছিলেন তৃণমূলের চিকিৎসক সংগঠনের সেই নেতা। আর সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই শোরগোল। ওই চিকিৎসক বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজের রেডিওলজি বিভাগের আরএমও। পাশাপাশি তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা ও তৃণমূল ছাত্র পরিষদের মেডিক্যাল সেলের আহ্বায়ক।
এখানেই প্রশ্ন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পরীক্ষা হলে তাকে কেন ঢোকার অনুমতি দেওয়া হল! এই নিয়েই তোলপাড় চিকিৎসক মহলে। এই ঘটনার ভিত্তিতে পরীক্ষায় বেনিয়মের অভিযোগ নিয়ে ৭ চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের চিঠির ভিত্তিতে, অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস।