সুখবর, আরও কম হল ইলিশের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। শ্রাবণের প্রারম্ভে বাঙালির জন্য সুখবর কমতে শুরু করেছে ইলিশ মাছের দাম।

৪৫০-৫০০ টাকার মধ্যে ইলিশ মাছের দাম ঘোরাফেরা করছে দমদম, নাগেরবাজার, এয়ারপোর্ট সংলগ্ন এলাকার বাজারগুলিতে। তবে এগুলির ওজন ৩৫০ থেকে ৪৫০ গ্রামের মধ্যে। এর থেকে বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে ৭০০ টাকার কাছাকাছি দামে। ওজন বেশি হলে দাম বাড়ছে ইলিশ মাছের।

১ কেজি বা তার উপরের ওজনের ইলিশ মাছ ১৬০০ টাকার উপর কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশ মাছের দাম কম থাকলেও অন্যান্য মাছের দাম কিন্তু বেশ চড়া। সর্বোচ্চ দুই হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে ইলিশ। পাশাপাশি অপেক্ষাকৃত সস্তায় বিক্রি হচ্ছে রুই, কাতলা, ভোলা মাছ।