বড় খুশির খবর, কমতে পারে ভোজ্য তেলের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর, প্রতিটা জিনিসের দাম আকাশ ছোঁয়া। বাড়তে থাকা এই বাজারদরের মাঝে একটু স্বস্তি দিয়ে ঘোষিত হলো খুব শীঘ্রই কমতে পারে ভোজ্য তেলের দাম। এই ব্যাপারে বিভিন্ন তেল কোম্পানিকে প্রস্তাব দিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে অনুরোধ করে তেল সংস্থাগুলিকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম হ্রাস পেয়েছে।

সরকারের পক্ষ থেকে অনুরোধ করে বলা হয়েছে প্রতি লিটার ৮ থেকে ১২ টাকা দাম কমানোর জন্য। সংশ্লিষ্টমহল মনে করছে সরকারের অনুরোধের পর যদি ভোজ্য তেলের দাম কমে তাহলে অনেকটা স্বস্তি পাবেন মধ্যবিত্তরা। ভোজ্য তেলের দাম কমানোর ব্যাপার নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে সরকারি পর্যায়ে।

অন্যদিকে খাদ্য মন্ত্রক জানিয়েছে অনেক কোম্পানি তাদের তেলের দাম কমায়নি। সরকারি বৈঠকে সেইসব কোম্পানিগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে দাম কমানোর জন্য। এই মূল্যবৃদ্ধির বাজারে যদি ভোজ্য তেলের দাম খানিকটা হলেও কমে তাহলে নিস্তার পাবেন মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষেরা। বলা বাহুল্য, আমজনতার মুখে ফুটবে হাসি।