বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে খুব শীঘ্রই দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
জানা যাচ্ছে এবার বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষক, শিক্ষিকারা বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন। পাশাপাশি অশিক্ষক কর্মচারীদেরও খুব শীঘ্রই ডিএ বাড়তে চলেছে। এই সমস্ত সরকারি কর্মচারীদের ‘এরিয়ার’ বা বকেয়া টাকাও দেওয়া হবে। এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য শিক্ষা দফতর।
সূত্রের খবর, ডিআর ডিফারেন্স আইটেমের বকেয়া পরিমাণও পরিশোধ করা হবে। ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দফতর ১২৪ কোটি ৬৭ লাখ ২৩ হাজার টাকার ব্যবস্থা করেছে। তবে ঠিক কবে থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে এবং কবে থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে সেই বিষয়ে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।