রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের নতুন একটি রুটে খুব শিগগিরই চালু হতে চলেছে। পর্যটকদের জন্য ভ্রমণের রাস্তা আরো বেশি সুগম করে তোলার জন্য তারকেশ্বর-বিষ্ণুপুর লাইন সংযুক্তিকরণের জন্য এক নতুন পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল।
পূর্ব রেলের এই নতুন পদক্ষেপের মাধ্যমে শুধুমাত্র রেলপথই প্রসারিত হবে না একইসাথে রাজ্যের সংস্কৃতি এবং পর্যটন ব্যবস্থাও আরো প্রসারিত হতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ প্রকল্পের কাজ।
তারকেশ্বর বিষ্ণুপুরের রেল প্রকল্পটি এই অঞ্চলের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সার্বিক উন্নতির ক্ষেত্রে নতুন পথ প্রসারিত করবে। পূর্ব রেলের এই উদ্যোগ অঞ্চলটিকে পর্যটন এবং অর্থ-সামাজিক উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে।