রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হিসেবে বিবেচিত হয়। দেশ জুড়ে থাকা রেলের এই সুবিশাল নেটওয়ার্কে এমন কিছু বিষয় রয়েছে যেগুলি অনেকেরই অজানা।
মূলত, এমন একটি স্টেশনে যেটি একটি অভিনব কারণের জন্য আর পাঁচটি স্টেশন থেকে আলাদা হয়ে রয়েছে। ওই স্টেশনটি হল বর্ধমানের কাটোয়া জংশন। ইতিমধ্যেই ওই স্টেশনে কেন্দ্রীয় সরকারের “অমৃত ভারত প্রকল্প”-র অধীনে আধুনিকীকরণের কাজ জোরকদমে চলছে।
উল্লেখ্য যে, কাটোয়া স্টেশন হল রাজ্যের একমাত্র রেলস্টেশন যেখানে ৭ টি প্ল্যাটফর্ম রয়েছে এবং প্রত্যেকটিরই যথেষ্ট গুরুত্ব রয়েছে। সেগুলি হল, নৈহাটি, শিয়ালদহ থেকে শুরু করে আজিমগঞ্জ জংশন, রামপুরহাট, আহমেদপুর, হাওড়া, বর্ধমান জংশন এবং ব্যান্ডেল জংশন।