নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে।
বাংলার শাসকদলের জয় হলেও নির্বাচনে বিপর্যয় রুখতে তৎপর দলের হাইকমান্ড। আর সেই কার্যক্রমের মধ্যে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিরাট সংখ্যক কেবল টিভি অপারেটরদের পাশে থাকার বার্তা দিলেন! কেবল টিভি অপারেটরদের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা যোজনার কথাও ঘোষণা করলেন।
দুর্গাপুজোর আগেই কেবল টিভি অপারেটরদের সাথে আলোচনায় বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের ভবিষ্যৎ স্কিম আছে, যাতে সরকার ৫ লক্ষ টাকা গ্র্যান্ট দেয়। ওই টাকা নিয়ে আপনারা গ্রামেগঞ্জে ব্যবসা করতে পারবেন।” এমনকি বড় কোম্পানি গুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেছেন। দেখার বিষয়, এগুলোর একটাও পালন হয় নাকি কথার কথা হিসেবেই থেকে যায়।