দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল কেন্দ্র সরকারের তরফে। সম্প্রতি জিএসটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। সেই বৈঠকে একাধিক সুপারিশ করা হয়।
নতুন এই জিএসটির সুপারিশগুলি লাগু হতে চলেছে জুলাই মাস থেকেই। নতুন এই সিদ্ধান্তের ফলে বেশ কিছু পরিষেবার দাম কমতে চলেছে। জিএসটি কমতে চলেছে ভারতীয় রেলের কিছু পরিষেবায়। জিএসটি ছাড় দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি, বিশ্রাম নেওয়ার ঘরের ভাড়া, ওয়েটিং রুমের ভাড়া, ক্লোকরুম চার্জ এবং ব্যাটারি চালিত গাড়ির ভাড়ায়।
এছাড়াও জিএসটি ধার্য করা হবে না শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা হোস্টেলে। এছাড়াও ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে সব ধরনের কার্টন বাক্সের GST। পাশাপাশি জানানো হয়েছে, ১২ শতাংশ জিএসটি ধার্য করা হবে ফায়ার ও ওয়াটার স্প্রিংকলার সহ সব ধরনের স্প্রিংকলারে।