তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর একাধিক ঘোষণা করেছে মোদি সরকার। এবার দেশবাসীর জন্য বড়সড়ো কিছু ঘোষণা করতে চলেছেন নরেন্দ্র মোদি। যার মধ্যে অন্যতম প্রাকৃতিক গ্যাসকে জিএসটির আয়তায় নিয়ে আসা। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে পারলে ব্যাপক স্বস্তি পাবেন সিএনজি ব্যবহারকারীরা।
ইতিমধ্যেই এই বিষয়ে রিসার্চ শুরু করেছে আমেরিকান কোম্পানি সিটি রিসার্চ। বর্তমানে সিএনজিতে ১৪% পর্যন্ত আবগারি শুল্ক আরোপ করা হয়। তবে আগামী দিনে সিএনজিতে জিএসটি আনা হলে এক্ষেত্রে নির্দিষ্ট স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে। বর্তমানে জিএসটি-তে মোট চারটি স্ল্যাব রয়েছে।
এগুলি হল ৫%, ১২%, ১৮% এবং ২৮%। আগামী দিয়ে যদি ১২% স্ল্যাবের জিএসটি রাখা হয় CNG -তে তাহলে সেক্ষেত্রেও অনেকটা কম খরচ হবে। আর সিএনজি-তে জিএসটি লাগু হওয়ার কথা উঠতেই এবার গ্যাসের সাথে যুক্ত অনেক কোম্পানিরই শেয়ারের দাম বাড়াচ্ছে হু হু করে।