সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। নয়া ঘোষণা অনুযায়ী এবার থেকে গঙ্গার নিচ দিয়ে মেট্রো সফরের সময় অনায়াসে মোবাইলে কথা বলতে বা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন যাত্রীরা, আর হবে না সমস্যা।

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিলোমিটার মেট্রো পথের কিছুটা রয়েছে গঙ্গার নিচে। প্রতিদিন হাজার হাজার যাত্রী মেট্রোয় চড়ে পৌঁছে যাচ্ছেন গন্তব্যে। তবে গঙ্গার নিচে মেট্রো প্রবেশ করলেই মোবাইল ফোন নিয়ে অনেক যাত্রী সমস্যায় পড়ছেন। অভিযোগ গঙ্গার নিচে মেট্রো প্রবেশের সাথে সাথেই চলে যাচ্ছে মোবাইল নেটওয়ার্ক।  

যার ফলে ফোন করা বা ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হয় না। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে এবার উদ্যোগী হয়েছে। কলকাতা মেট্রো জানিয়েছে, গঙ্গার নিচে মেট্রো ভ্রমণের সময় আর সমস্যায় পড়তে হবে না যাত্রীদের। সুরঙ্গে মেট্রো প্রবেশের পর মিলবে ফাইভ-জি নেটওয়ার্ক।