দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। পর্যটক বেড়ে যাওয়ার কারণে অনবরত হতে থাকা দীঘায় যানজটের ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সি বিচের পাশাপাশি দীঘা বর্ডার থেকে দীঘা ওয়েলকাম গেট পর্যন্ত ৪ লেন রাস্তা সম্প্রসারিত করার।
রাজ্যে সরকার ক্ষমতায় আসার পর দীঘাকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে । তৈরি করা হয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। পর্যটকদের আকর্ষণ করতে সব রকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এবার সৈকত নগরীকে যানজটের হাত থেকে মুক্তি দিতে শুরু হল চার লেনের পরিসর তৈরির কাজ।
কাঁথির মহকুমা শাসক তথা দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক শৌভিক ভট্টাচার্য জানিয়েছেন, “পড়শী রাজ্য ওড়িশা বর্ডার থেকে দীঘা গেট পর্যন্ত ৪ লেনের জাতীয় সড়ক সম্প্রসারণের জন্যে ডিপিআর তৈরি করেছে পি ডব্লিউ ডি রোডস।”