তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের নতুন দিশা দিতে বড় উদ্যোগ নিল সরকার।
খাদ্য প্রক্রিয়াকরণে বিনিয়োগের আশায় রাজ্য সরকার আগস্ট মাসে আয়োজন করতে চলেছে ‘বেঙ্গল ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল’। মূলত স্টার্টআপ সংস্থাগুলিকে উৎসাহিত করতেই এই উদ্যোগ। এই ফেস্টিভ্যালে ৩ দিন ধরে খাদ্য, ফল ও সবজির প্রদর্শনী চলবে। আলোচনা হবে নতুন কারখানা স্থাপনের বিষয়ও।
মুখ্যমন্ত্রী কৃষিনির্ভর শিল্প নিয়ে যথেষ্ট আশাবাদী। শাক-সবজি-ফলের মতো কৃষি নির্ভর শিল্পকে উৎসাহিত করতে তাই রাজ্যের এই উদ্যোগ। আগামী ৯ই আগস্ট থেকে ১১ই আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন বিভাগ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করতে চলেছে ‘ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল’।