পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর কেন্দ্র সরকারের তরফে। অন্তত ৮টা নতুন মেডিক্যাল কলেজ যোগ হচ্ছে বাংলায়। মিলেছে কেন্দ্রীয় ছাড়পত্র। আর্জিতে সায় দিয়েছে দেশের মেডিকেল শিক্ষার এবং চিকিৎসকদের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা National Medical Commission বা NMC.
তালিকায় রয়েছে, পুরুলিয়ার ভারত মেডিকেল কলেজ, খড়্গপুরের ডাঃ বিসি রায় মাল্টি স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টার, অশোকনগরের এমআর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, বর্ধমানের ইস্ট-ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, নিউ টাউনে পিকেজি মেডিক্যাল কলেজ, রানাঘাটের মন্দাকিনি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, কৃষ্ণনগরের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ও রঘুনাথগঞ্জের জাকির হোসেন মেডিক্যাল কলেজ। নতুন শিক্ষাবর্ষ থেকে এই সব মেডিক্যাল কলেজ শুরু হবে।
অন্যদিকে বাংলার ৭টি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতেও সায় মিলেছে।