বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। পুজো মানেই বোনাস!
এবার রেলওয়ে কর্মীদের বোনাস নিয়ে সামনে আসছে বড় আপডেট। ষষ্ঠ বেতন কমিশনের পরিবর্তে এবার সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বোনাস দেওয়ার দাবি তুলেছে বহু রেলওয়ে কর্মচারী ইউনিয়ন। এই আবহে কেন্দ্রের তরফ থেকে রেলওয়ে কর্মীদের ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস’ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
এরপর থেকেই ষষ্ঠ বেতন কমিশনের বদলে সপ্তম বেতন কমিশনের অধীন বোনাস দেওয়ার দাবিতে সরব হয়েছে রেলওয়ে কর্মচারীদের একাধিক সংগঠন। গতকাল কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে ৭৮ দিনের মাইনের সমান বোনাস দেওয়া হবে তাঁদের।