বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে শিক্ষক মহলে খুশির খবর। এবার স্কুল শিক্ষকদের যাবতীয় বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জেলার স্কুল পরিদর্শকদের নির্দেশ দিল রাজ্য স্কুল শিক্ষা দফতর।
স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, রাজ্যের সব জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের এই নির্দেশ দেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ৩ বছরের কম সময় বকেয়া অর্থ সরাসরি জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকরা দিয়ে দিতে পারবেন। তবে এর চেয়ে বেশি পুরনো বকেয়াগুলি তারা বিকাশ ভবন থেকে পাঠাবেন। সেখান থেকেই বকেয়া মেটানো হবে।
পাশাপাশি সঠিক সময় বিএড না করার জন্য প্রচুর শিক্ষকের বেতন বাড়েনি। যার জেরে প্রায় ৩০ হাজার শিক্ষক সমস্যায় পড়েছিলেন। এই নিয়ে মামলাও হয়। তবে এবার সেই সমস্ত সমস্যা মিটে যাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পঞ্চায়েত ভোটের মুখে শিক্ষকদের সমস্ত বকেয়া মেটানোর এই নির্দেশিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।