মায়ানমার থেকে যোগীরাজ্যে পাচারের ছক, গাড়ি তল্লাশি করতেই বেরিয়ে এল কোটি কোটি টাকার সোনা

 শিলিগুড়িতে এক সন্দেহজনক গাড়ি থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকার সোনার বিস্কুট। ওই ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করেছে ডিপার্টমেন্ট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের আধিকারিকরা।গোপন সূত্রে খবর পেয়ে রবিবার শিলিগুড়়ির বর্ধমান রোড সংলগ্ন একটি শপিং মলের কাছে অভিযান চালান ডিআরআই আধিকারিকরা। তল্লাশি চালানো হয় একটি গাড়িতে। তার পরেই ওই ২ ব্যক্তির কাছে থেকে উদ্ধার হয় ৫০টি সোনার বিস্কুট।ডিআরআই সূত্রে খবর, ওইসব বিস্কুটের ওজন ৮ কেজি ৩০০ গ্রাম। ওই বিপুল সোনার মূল্য প্রায় ৪ কোটি টাকা। যে দুজনকে গ্রেফাতার করা হয়েছে তাদের বাড়ি উত্তরপ্রদেশে। নাম রাকেশ কুমার ও রমেশ কুমার শুক্লা। ধৃতদের জেরা করে জানা গিয়েছে ওই বিপুল সোনা মায়ানমার থেকে অসম হয়ে উত্তরপ্রদেশে পাচার করার পরিকল্পনা ছিল। মঙ্গলবার ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।

Leave a Reply