দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই হবে আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ওদিকে শারদ উৎসবকে নিয়েও রাজনৈতিক তরজা অব্যাহত। বছর ঘুরলেই আসন্ন লোকসভা ভোট, সেইদিকে নজর রেখে এবার দুর্গাপুজোতেও কেন্দ্রীয় সরকারের হয়ে রাজ্যে প্রচার চালাবে বঙ্গ বিজেপি।
কেন্দ্রীয় নেতৃত্বের থেকে নির্দেশ এসছে বঙ্গ বিজেপি শিবিরে। সাম্প্রতিক চন্দ্রযানের সাফল্য থেকে শুরু করে জি-২০ সম্মেলন সবকিছুই হবে প্রচারের মূল বিষয়বস্তু। পাশাপাশি মোদী সরকারের একাধিক প্রকল্প, সম্প্রতি রান্নার গ্যাসের দাম কমা, এই সমস্ত কিছুই সাধারণ মানুষ, দর্শণার্থীদের নজরে আনতে হবে।
সমস্ত বিষয়ে হোর্ডিং বানিয়ে রাজ্যজুড়ে বিভিন্ন জনবহুল এলাকা এবং পুজো মণ্ডপের সামনে লাগাতে হবে। প্রতিটি হোর্ডিংয়ে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। তাহলে কী এবার শারদ উৎসবকেও রাজনীতিকরণ? উঠছে প্রশ্ন।