মহানগরীকে নতুন করে সাজিয়ে তুলতে একের পর এক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার সৌন্দায়নের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে বেনারসের ধাঁচে কলকাতার ঘাটে সন্ধ্যা আরতি শুরু হয়েছে। এবার ডানলপে মহামিলন মঠের সামনে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি করা হচ্ছে গেটওয়ে অফ কলকাতা।
৩ কোটি ২১ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে গেটওয়ে অফ কলকাতার তোরণ। রাজ্য সরকার চাইছে এই তোরণ উত্তর কলকাতায় প্রবেশের চিহ্ন হয়ে দাঁড়াক। ডানলপের এই জায়গায় তৈরি হবে ৫০ ফুটের দুটি তোরণ। তোরণ নির্মাণ সম্পন্ন হলে এটি হতে চলেছে কলকাতার অন্যতম একটি ল্যান্ডমার্ক।
এর ফলে পর্যটন মানচিত্রে কলকাতার স্থান আরও উঁচুতে উঠে আসবে। বাইরে থেকে যখন পর্যটকরা কলকাতায় প্রবেশ করবেন তখন তারা দেখতে পাবেন এই গেটওয়ে অফ কলকাতা। ডানলপ হল নিবেদিতা সেতু এবং বালি ব্রিজ হয়ে কলকাতায় আসার প্রধান পথ। এই তোরণ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হওয়ার কথা।