দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পুজোর আগে ২০টি জেলায় দাম বৃদ্ধি পেল জ্বালানির। উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, কালিম্পং, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দার্জিলিং, কোচবিহারে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে।
পাশাপাশি জ্বালানির দাম কমেছে বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দক্ষিণ ২৪ পরগনায়। ১০৬.৮২ টাকা লিটারে পেট্রোল বিক্রি হচ্ছে আলিপুরদুয়ারে, ডিজেলের দাম লিটার প্রতি ৯৩.৪৯ টাকা। বাঁকুড়ায় প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৬.২৩ ও ৯২.৯৬ টাকা।
লিটার প্রতি যথাক্রমে ১০৬.৪৩ টাকা ও ৯৩.১৪ টাকায় পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে বীরভূমে। কোচবিহারে এক লিটার পেট্রোলের দাম ১০৭.২৯ টাকা ও ডিজেলের দাম ৯৩.৯৩ টাকা। এদিকে, ডিজেলের দাম বাড়ায় রীতিমতো নাকানিচোবানি খেতে হচ্ছে আমজনতাকে।