চলতি মাসের শুরু থেকেই বেশ কিছু বদল আসতে চলেছে কল, SMS-র নিয়মে

পূর্ব ঘোষনা মতোই চলতি মাসের শুরু থেকেই আসতে চলেছে বেশ কিছু নিয়মে বদল। এবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বড়সড় নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ থেকে ফোনে ভুয়ো কল এবং SMS-কে বন্ধ করবে। যার ফলে ব্যবহারকারীরা অজানা কল এবং SMS-এর বাড়বাড়ন্ত থেকে মুক্তি পাবেন।

উল্লেখ্য যে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ইতিমধ্যেই এই বিষয়ে টেলিকম সংস্থাগুলিকে তাদের ফোন কল এবং SMS পরিষেবাগুলিতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স স্প্যাম ফিল্টার উপলব্ধ করার জন্য একটি নির্দেশ জারি করেছে। মূলত, এই ফিল্টারটি ব্যবহারকারীদের ভুয়ো কল এবং SMS-এর চিন্তা থেকে মুক্ত করবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই Airtel এই ধরণের AI ফিল্টারের সুবিধা প্রদানের ঘোষণা করেছে। এমতাবস্থায়, Jio এই নতুন নিয়ম অনুসারে তার পরিষেবাগুলিতে AI ফিল্টার উপলব্ধ করার প্রস্তুতি নেওয়ার ঘোষণা করেছে। এছাড়াও TRAI কলার আইডি ফিচারও এনেছে। যেটি মারফত কলারের নাম এবং ছবি দেখা যাবে।