ফ্রিজ ফেটে আগুন। ভস্মীভূত গৃহস্থ বাড়ি। অগ্নিদগ্ধ দশম শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার ব্লকের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর এলাকায়। জানা গেছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা পেশায় মুরগি ব্যবসায়ী তাহের শেখের বাড়িতে গতকাল রাত্রে ফ্রিজ ফেটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। সেই সময় বাড়িতে ছিলেন তার একমাত্র মেয়ে তাসমিরা খাতুন এবং তার স্ত্রী। হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কিছু বোঝার আগেই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে এই ব্যবসায়ীর বাড়িতে।
মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সমস্ত জিনিসপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। প্রায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনায় ওই ব্যবসায়ীর ১৬ বছরের মেয়ে ওই দশম শ্রেণীর ছাত্রী তাসমিরা খাতুন আহত হয়। তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে রাত্রেই। এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে আজ পৌঁছায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের জনপ্রতিনিধিরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তারা। এই বিষয়ে কাজিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রধানের স্বামী সত্যজিৎ চৌধুরী জানান, খুব মর্মাহত এই ঘটনা। রাতেই এই খবর পেয়ে ঘটনা স্থলে এসেছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ এবং জাকির হোসেন। আজ আমরা ঘটনাস্থলে এসেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পরিবারকে সমস্ত ধরনের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তিনি।