দক্ষিণ এবং পূর্ব ভারত আপাত স্বস্তি পেলেও আবার নতুন করে তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে উত্তর-পশ্চিম ভারত। মৌসম ভবন জানিয়েছে, আগামী ১৬ মে থেকে নতুন করে তাপপ্রবাহ শুরু হবে উত্তর-পশ্চিম ভারতে। গরমের দাপট চলবে পশ্চিম রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ এবং দক্ষিণ হরিয়ানায়। এ ছাড়াও আগামী চার দিন সৌরাষ্ট্র এবং কচ্ছে অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
মৌসম ভবন আরও জানিয়েছে, ১৬ এবং ১৭ মে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতেও তাপপ্রবাহ চলবে। ১২ মে পশ্চিম মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। মধ্য মহারাষ্ট্রে তাপমাত্রা ছিল ৪২.৬ ডিগ্রি, পশ্চিম রাজস্থানের বারমের, সৌরাষ্ট্রের সুরেন্দ্রনগর এবং কচ্ছে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে পূর্ব এবং দক্ষিণ ভারত তাপপ্রবাহ থেকে আপাত রেহাই পেলেও, উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রার পারদ চড়ছে।
তবে মৌসম ভবন ১৪ থেকে ১৯ মে পর্যন্ত উপদ্বীপীয় দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানানো হয়েছে। এ ছাড়াও ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রেও আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকল, কেরল, মাহে, কর্নাটকে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্য দিকে, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজ়োরাম এবং ত্রিপুরাতে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বহালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মৌসম ভবন ১৫-১৮ মে এই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে।