নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে ব্লক পাবলিক হেলথ ইউনিটের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।মঙ্গলবার নকশালবাড়ি হাসপাতালে ফাঁকা জমিতে ৬৬ লক্ষ টাকা ব্যয়ে ব্লক পাবলিক হেলথ ইউনিটের শিলান্যাস করা হয়। এদিনের শিল্যানাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ তুলসী প্রামাণিক, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ, নকশালবাড়ির বিডিও অরিন্দম মন্ডল সহ অন্যান্যরা। এই ইউনিটে দ্বিতল বিশিষ্ট নতুন ভবনে রক্তের পরীক্ষার জন্য ল্যাব সহ রক্ত ও বিভিন্ন পরীক্ষা করা হবে। সভাধিপতি জানান মহকুমা পরিষদের এক বছরে স্বাস্থ্য ক্ষেত্রে প্রচুর কাজ হচ্ছে। ৫০টি উপস্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ার পাশাপাশি ডিজিটাল এক্সরে মেশিন বসানো হয়েছে। পাশাপাশি মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ তুলসী প্রামানিক জানান খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের পর ফাঁসিদেওয়ার এই ইউনিটে কাজ শুরু হয়েছিল। এবার নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে এই ইউনিট হচ্ছে। আগামী দিনে মাটিগাড়ায় হবে বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান।
Related Posts
One person died in a dispute between two groups near NJP IOC in Siliguri
Siliguri, June 15: In a shocking incident late Friday night, a man identified as Kalipada Roy was stabbed to death near NJP IOC Gate in Siliguri. The deadly confrontation is said to be the result of ongoing power struggles and…
বেহাল রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে মামলা দাখিল কলকাতা হাইকোর্টে
উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের বেহাল রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে জনস্বার্থ মামলা দাখিল হল কলকাতা হাইকোর্টে। রায়গঞ্জের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী অঞ্জন রায় হাইকোর্টে এই মামলাটি করেছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার এই মামলা দায়ের করা হয়েছে। অঞ্জনবাবু এদিন বলেন,”ডালখোলা থেকে…
মানসিক রোগ সম্পর্কে সচেতন করতে শিলিগুড়িতে সচেতনতামূলক শিবির
মানসিক রোগীদের মানসিক রোগ সম্পর্কে সচেতন করতে দুদিনব্যাপী এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করলো পশ্চিমবঙ্গ ভলান্টিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার, শিলিগুড়ি মহকুমা পরিষদের হল ঘরে এই শিবির শুরু হয়। জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ৪৭ টি ওয়ার্ড, মাটিগাড়া ও ফাঁসিদেওয়া এলাকা থেকে বাছাই…