নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে ব্লক পাবলিক হেলথ ইউনিটের শিলান্যাস

নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে ব্লক পাবলিক হেলথ ইউনিটের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।মঙ্গলবার নকশালবাড়ি হাসপাতালে ফাঁকা জমিতে ৬৬ লক্ষ টাকা ব্যয়ে ব্লক পাবলিক হেলথ ইউনিটের শিলান্যাস করা হয়। এদিনের শিল্যানাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ তুলসী প্রামাণিক, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ, নকশালবাড়ির বিডিও অরিন্দম মন্ডল সহ অন্যান্যরা। এই ইউনিটে দ্বিতল বিশিষ্ট নতুন ভবনে রক্তের পরীক্ষার জন্য ল্যাব সহ রক্ত ও বিভিন্ন পরীক্ষা করা হবে। সভাধিপতি জানান মহকুমা পরিষদের এক বছরে স্বাস্থ্য ক্ষেত্রে প্রচুর কাজ হচ্ছে। ৫০টি উপস্বাস্থ্য কেন্দ্র চালু হ‌ওয়ার পাশাপাশি ডিজিটাল এক্সরে মেশিন বসানো হয়েছে।‌ পাশাপাশি মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ তুলসী প্রামানিক জানান খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের পর ফাঁসিদেওয়ার এই ইউনিটে কাজ শুরু হয়েছিল। এবার নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে এই ইউনিট হচ্ছে। আগামী দিনে মাটিগাড়ায় হবে বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান।