দীর্ঘ আটচল্লিশ ঘন্টার খোঁজার পর অবশেষে খোঁজ মিলল শিশুর। শান্তিনিকেতনের মোলডাঙা গ্রামে প্রতিবেশীর বাড়ির টিনের ছাদ থেকে উদ্ধার হয় এক শিশুর দেহ। বিগত দু’দিন ধরে নিখোঁজ ছিল সে। স্থানীয়দের অভিযোগ ছিল, প্রতিবেশীই তাকে অপহরণ করেছে। এরপর দেহ উদ্ধারের ঘটনায় আরও বেশি উত্তাপ বাড়তে থাকে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ৪ বছরের শিশু শিবম ঠাকুর খুনে প্রতিবেশী রুবি বিবিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের তরফ থেকে জানা গিয়েছে, গত রবিবার সকালে দোকান থেকে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় অঙ্গনওয়াড়ির পড়ুয়া ওই শিশু। পরে অঙ্গনওয়াড়িতে খাবার সময় হয়ে যাওয়ায় তাঁর খোঁজ শুরু করেন বাড়ির লোকজন। কিন্তু শিশুটিকে খুঁজে পাওয়া যায় না।
মঙ্গলবার সকাল থেকে এলাকাবাসীর সন্দেহ বাড়ে কারণ যে প্রতিবেশীর বিরুদ্ধে শিশুটিকে অপহরণের অভিযোগ ছিল তার বাড়ির ছাদ থেকে অস্বাভাবিক মাত্রায় মাছি উড়তে দেখা যায়। পরে ওই অভিযুক্তের বাড়ির ছাদে উঠে টিনের টুকরো দিয়ে চাপা দেওয়া প্লাস্টিক পাওয়া যায়। সেই প্লাস্টিকের মধ্যেই ছিল এই শিশুর দেহ।
শিশুকে খুনে যে ধৃত তার বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে স্থানীয়রা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পরিবেশ যথেষ্ট উত্তপ্ত। ওদিকে ধৃতকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আপাতত জানা গিয়েছে, পারিবারিক রেষারেষি থেকেই এই খুনের ঘটনা। কিন্তু আদতে কী কারণে খুন তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।