লক্ষ্য এখন একটাই, আগামী মাসের নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আগামী ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে তোড়জোড়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে দল বদল। এবার সেই একই কাণ্ড ঘটালেন দিদির বহু বছরের বিশ্বস্ত সৈনিক।
শালবনির নেতা পেলেন না পঞ্চায়েতের টিকিট। তারপর সুকুমার ওরফে চণ্ডী ঘোষ যোগ দিলেন সিপিএম এ। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সিপিএমের প্রার্থী হয়েছেন তিনি। কাস্তে হাতুড়ি চিহ্নে লড়বেন মেদিনীপুর সদরের কর্ণগড় ১০ নম্বর অঞ্চলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য চণ্ডী ঘোষ।
বিস্ফোরক অভিযোগ এনেছেন পূর্ব বর্ধমানের রায়নার পাইটা ২ নং মেদিনীপুর সদরের কর্ণগড় ১০ নম্বর অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত সদস্য সুকুমারবাবু। তার দাবি, বেইমানি করে টিকিট দেয়নি তৃণমূল। তাই বাধ্য হয়ে সিপিএমের হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও সুকুমারের দাবি মানতে নারাজ মেদিনীপুরের তারকা তৃণমূল বিধায়ক জুন মালিয়া। নেত্রীর দাবি, পুরনোদের মধ্যে যাদের ভাবমূর্তি ভাল নয়, তাদের সরিয়ে এবারের নির্বাচনে নতুনদের আনা হয়েছে।