জামিনের অপেক্ষায় প্রাক্তন শিক্ষামন্ত্রী

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একাধিকবার জামিনের আবেদন জানানো হচ্ছে।

অভিযুক্তদের জামিনের বিপক্ষে একাধিক যুক্তি দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর তরফে। অভিযুক্তরা যথেষ্ট প্রভাবশালী তাই এরা ছাড়া পেলে তদন্ত প্রভাবিত হতে পারে বলে আদালতে জানায় সিবিআই। এদিন পার্থদের জামিনের বিরোধিতায় জোর সওয়াল করে সিবিআই।

সিবিআই এর দাবি, অভিযুক্তরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন দুর্নীতি করে গিয়েছে। যেহেতু অভিযুক্তদের রাজনৈতিক ক্ষমতা যথেষ্ট ছিল তাই এদের জামিন দিলে তদন্তে প্রভাব পড়বে বলে আদালতে জোর সওয়াল করে সিবিআই।