মুখ্যমন্ত্রীর নির্দেশে স্পেশাল সরকারি বাস এবং বনদপ্তরের গাড়িতে করে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরিষেবা জলপাইগুড়িতে। হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জলপাইগুড়ির টাকিমারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় শোক প্রকাশ করেন। পরীক্ষার্থীদের জন্য স্পেশাল বাসের ব্যবস্থার নির্দেশ দেন ওই এলাকায়। শুক্রবার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী, জেলা শাসক মৌমিতা গোদরা বসু, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ফরেস্টের আধিকারিকরা পৌঁছে যান মৃত পরীক্ষার্থীর বাড়িতে পরিবারের সাথে দেখা করেন এবং পাঁচ লক্ষ্য টাকার চেক তুলে দেন। এদিন সরকারি ভাবে এক্সট্রা স্পেশাল বাস এবং ফরেস্টের গাড়ির ব্যবস্থা করা হয় ওই এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য।এদিন সকাল থেকেই চলছে সচেতনতা মাইকিং প্রচার। ফরেস্ট এলাকা দিয়ে পুরোপুরি বন্ধ যাতায়াত। বনকর্মীরা নজরদারি চালাচ্ছে ফরেস্ট এলাকায়।
Related Posts
এনজেপি স্টেশনে শট সার্কিটের ঘটনায় নিহত ১সেনাকর্মী, আহত ৪
এনজেপি স্টেশনে শট সার্কিটে মৃত্যু হলো এক সেনাকর্মীর। ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সেনাকর্মী। তাঁদের প্রত্যেককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এনজেপি (NJP) রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন। ঘটনাস্থল সহ হাসপাতালে কড়া নিরাপত্তায় মুড়ে রেখেছে সেনাবাহিনী ও…
পুরসভার ১বছর পূর্তি উপলক্ষে উপভোক্তাদের হাতে প্রথম কিস্তির টাকা পাওয়ার চিঠি তুলে দিলেন চেয়ারম্যান
ইসলামপুর পুরসভার বর্তমান বোর্ডের ১বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ইসলামপুর পুরসভার হল ঘরে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্যদিয়ে বিগত বছর গুলিতে যেসমস্ত উপভোক্তা নানান কারনে বাংলার বাড়ি প্রকল্পে গৃহ নির্মানের টাকা পায়নি এমন ২৬ জন উপভোক্তাদের হাতে প্রথম…
সিঙ্গীমারীতে রাস্তার কাজে শুভ সূচনা করলেন বিধায়ক
অন্দরান সিঙ্গীমারীতে ৩.৫ কিমি রাস্তার কাজে শুভ সূচনা করলেন বিধায়ক।সিতাই ব্লকের ব্রহ্মত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের অন্দরান সিঙ্গীমারীতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাস্তার কাজের শুভ সূচনা করলেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য…